হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি বসতঘর পুড়ে গেছে। এতে গবাদি পশু, নগদ টাকা, ধান চালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল ভোর রাতে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর নয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, ভোরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জগৎজোতি ও জগদীশ দাশের বসতঘরসহ ১৫টি ঘর এবং ১০টি গবাদি পশু, ২ হাজার মণ ধানসহ মালামাল পুড়ে গেছে।