চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে নিয়মিত ছেড়ে যাওয়া বনলতা ট্রেনে তিনটি যাত্রীবাহী বগি কমানো হয়েছে। এর ফলে সাধারণসহ অন্যান্য আসনের পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত ২০টি আসনের টিকিট বাতিল করা হয়েছে। এতে যাত্রীরা ঢাকায় ট্রেনে যাতায়াত করতে না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। কবে এ সংকট নিরসন হবে তা বলতে পারছেন না রেলওয়ের কর্মকর্তারা। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৩টি বগিতে যাত্রীবহন করে নিয়মিত ঢাকা চলাচল করে বনলতা ট্রেন। ট্রেনটিতে এ জেলার জন্য বরাদ্দ রয়েছে ১৯৬টি আসন। এর মধ্যে আছে ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত টিকিট। বনলতা থেকে কমিয়ে নেওয়া বগির মধ্যে একটি ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য। তিনটি বগি কমানোয় শীতাতপ নিয়ন্ত্রিত আসনে ঢাকা যেতে পারছেন না চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা। জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটতে আসা আবদুর রাজ্জাক ক্ষোভের সঙ্গে জানান, শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসার জন্য তার ঢাকা যাওয়া প্রয়োজন। টিকিট না পাওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে। তিনি আরও বলেন, ট্রেনের টিকিট পেলে বাসে যাতায়াত করি না। কারণ বাসে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। তাছাড়া ঢাকার বাস ভাড়া ৮৫০ টাকা। ট্রেনে যেতে লাগে মাত্র ৪২৫ টাকা। বাসে ঢাকা যাওয়ার ভাড়াতেই ট্রেনে যাওয়া-আসা করা যায়। এ ছাড়া বাসের থেকে ট্রেন যাত্রা নিরাপদ। কিন্তু ট্রেনের টিকিট না পেয়ে তিনি ভোগান্তিতে পড়েছেন। সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার পথে শুধু বনলতা ট্রেন চলায় টিকিটের ব্যাপক সংকট দেখা দিয়েছে। করোনাকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে মোট পাঁচটি ট্রেন বন্ধ করা হয়। নানা প্রতিবন্ধকতা পার করে সিরাজগঞ্জ মেইল চালু হলেও এখনো স্যাটল-২, স্যাটল-৪, রাজশাহী লোকাল, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলাবাসী বন্ধ ট্রেন চালুর জন্য একাধিকবার কর্মসূচি পালন করলেও সে দাবি অপূর্ণই রয়ে গেছে। অথচ আশপাশের সব জেলার মানুষ চার-পাঁচটি আন্তনগরসহ বিভিন্ন ট্রেনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদে যাতায়াত করতে পারছেন। চাঁপাইনবাবগঞ্জবাসী রেলসেবা বঞ্চিত হচ্ছেন। এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, এক সপ্তাহ আগে বনলতা ট্রেনের তিনটি বগির চাকা নষ্ট হয়ে গেছে। ওই বগির চাকাগুলো মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফলে ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের জন্য বরাদ্দ থাকা ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত আসনের টিকিটি বাতিল করা হয়েছে। কবে নাগাদ যান্ত্রিক ত্রুটির নিরসন হবে সঠিকভাবে বলতে পারেননি তিনি। পশ্চিমাঞ্চল রেলওয়ের (রাজশাহী) প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, রেলের লোকবল সংকট থাকায় বন্ধ হওয়া ট্রেন চালু হচ্ছে না। দ্রুত যথাযথ নিয়ম মেনে লোকবল নিয়োগ দিয়ে বন্ধ হওয়া ট্রেনগুলো চালু করা হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ট্রেনে বগি কমায় ভোগান্তি
রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর