চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে নিয়মিত ছেড়ে যাওয়া বনলতা ট্রেনে তিনটি যাত্রীবাহী বগি কমানো হয়েছে। এর ফলে সাধারণসহ অন্যান্য আসনের পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত ২০টি আসনের টিকিট বাতিল করা হয়েছে। এতে যাত্রীরা ঢাকায় ট্রেনে যাতায়াত করতে না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। কবে এ সংকট নিরসন হবে তা বলতে পারছেন না রেলওয়ের কর্মকর্তারা। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৩টি বগিতে যাত্রীবহন করে নিয়মিত ঢাকা চলাচল করে বনলতা ট্রেন। ট্রেনটিতে এ জেলার জন্য বরাদ্দ রয়েছে ১৯৬টি আসন। এর মধ্যে আছে ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত টিকিট। বনলতা থেকে কমিয়ে নেওয়া বগির মধ্যে একটি ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য। তিনটি বগি কমানোয় শীতাতপ নিয়ন্ত্রিত আসনে ঢাকা যেতে পারছেন না চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা। জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটতে আসা আবদুর রাজ্জাক ক্ষোভের সঙ্গে জানান, শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসার জন্য তার ঢাকা যাওয়া প্রয়োজন। টিকিট না পাওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে। তিনি আরও বলেন, ট্রেনের টিকিট পেলে বাসে যাতায়াত করি না। কারণ বাসে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। তাছাড়া ঢাকার বাস ভাড়া ৮৫০ টাকা। ট্রেনে যেতে লাগে মাত্র ৪২৫ টাকা। বাসে ঢাকা যাওয়ার ভাড়াতেই ট্রেনে যাওয়া-আসা করা যায়। এ ছাড়া বাসের থেকে ট্রেন যাত্রা নিরাপদ। কিন্তু ট্রেনের টিকিট না পেয়ে তিনি ভোগান্তিতে পড়েছেন। সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার পথে শুধু বনলতা ট্রেন চলায় টিকিটের ব্যাপক সংকট দেখা দিয়েছে। করোনাকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে মোট পাঁচটি ট্রেন বন্ধ করা হয়। নানা প্রতিবন্ধকতা পার করে সিরাজগঞ্জ মেইল চালু হলেও এখনো স্যাটল-২, স্যাটল-৪, রাজশাহী লোকাল, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলাবাসী বন্ধ ট্রেন চালুর জন্য একাধিকবার কর্মসূচি পালন করলেও সে দাবি অপূর্ণই রয়ে গেছে। অথচ আশপাশের সব জেলার মানুষ চার-পাঁচটি আন্তনগরসহ বিভিন্ন ট্রেনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদে যাতায়াত করতে পারছেন। চাঁপাইনবাবগঞ্জবাসী রেলসেবা বঞ্চিত হচ্ছেন। এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, এক সপ্তাহ আগে বনলতা ট্রেনের তিনটি বগির চাকা নষ্ট হয়ে গেছে। ওই বগির চাকাগুলো মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফলে ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের জন্য বরাদ্দ থাকা ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত আসনের টিকিটি বাতিল করা হয়েছে। কবে নাগাদ যান্ত্রিক ত্রুটির নিরসন হবে সঠিকভাবে বলতে পারেননি তিনি। পশ্চিমাঞ্চল রেলওয়ের (রাজশাহী) প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, রেলের লোকবল সংকট থাকায় বন্ধ হওয়া ট্রেন চালু হচ্ছে না। দ্রুত যথাযথ নিয়ম মেনে লোকবল নিয়োগ দিয়ে বন্ধ হওয়া ট্রেনগুলো চালু করা হবে।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত