চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে নিয়মিত ছেড়ে যাওয়া বনলতা ট্রেনে তিনটি যাত্রীবাহী বগি কমানো হয়েছে। এর ফলে সাধারণসহ অন্যান্য আসনের পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত ২০টি আসনের টিকিট বাতিল করা হয়েছে। এতে যাত্রীরা ঢাকায় ট্রেনে যাতায়াত করতে না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। কবে এ সংকট নিরসন হবে তা বলতে পারছেন না রেলওয়ের কর্মকর্তারা। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৩টি বগিতে যাত্রীবহন করে নিয়মিত ঢাকা চলাচল করে বনলতা ট্রেন। ট্রেনটিতে এ জেলার জন্য বরাদ্দ রয়েছে ১৯৬টি আসন। এর মধ্যে আছে ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত টিকিট। বনলতা থেকে কমিয়ে নেওয়া বগির মধ্যে একটি ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য। তিনটি বগি কমানোয় শীতাতপ নিয়ন্ত্রিত আসনে ঢাকা যেতে পারছেন না চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা। জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটতে আসা আবদুর রাজ্জাক ক্ষোভের সঙ্গে জানান, শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসার জন্য তার ঢাকা যাওয়া প্রয়োজন। টিকিট না পাওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে। তিনি আরও বলেন, ট্রেনের টিকিট পেলে বাসে যাতায়াত করি না। কারণ বাসে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। তাছাড়া ঢাকার বাস ভাড়া ৮৫০ টাকা। ট্রেনে যেতে লাগে মাত্র ৪২৫ টাকা। বাসে ঢাকা যাওয়ার ভাড়াতেই ট্রেনে যাওয়া-আসা করা যায়। এ ছাড়া বাসের থেকে ট্রেন যাত্রা নিরাপদ। কিন্তু ট্রেনের টিকিট না পেয়ে তিনি ভোগান্তিতে পড়েছেন। সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার পথে শুধু বনলতা ট্রেন চলায় টিকিটের ব্যাপক সংকট দেখা দিয়েছে। করোনাকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে মোট পাঁচটি ট্রেন বন্ধ করা হয়। নানা প্রতিবন্ধকতা পার করে সিরাজগঞ্জ মেইল চালু হলেও এখনো স্যাটল-২, স্যাটল-৪, রাজশাহী লোকাল, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলাবাসী বন্ধ ট্রেন চালুর জন্য একাধিকবার কর্মসূচি পালন করলেও সে দাবি অপূর্ণই রয়ে গেছে। অথচ আশপাশের সব জেলার মানুষ চার-পাঁচটি আন্তনগরসহ বিভিন্ন ট্রেনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদে যাতায়াত করতে পারছেন। চাঁপাইনবাবগঞ্জবাসী রেলসেবা বঞ্চিত হচ্ছেন। এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, এক সপ্তাহ আগে বনলতা ট্রেনের তিনটি বগির চাকা নষ্ট হয়ে গেছে। ওই বগির চাকাগুলো মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফলে ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের জন্য বরাদ্দ থাকা ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত আসনের টিকিটি বাতিল করা হয়েছে। কবে নাগাদ যান্ত্রিক ত্রুটির নিরসন হবে সঠিকভাবে বলতে পারেননি তিনি। পশ্চিমাঞ্চল রেলওয়ের (রাজশাহী) প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, রেলের লোকবল সংকট থাকায় বন্ধ হওয়া ট্রেন চালু হচ্ছে না। দ্রুত যথাযথ নিয়ম মেনে লোকবল নিয়োগ দিয়ে বন্ধ হওয়া ট্রেনগুলো চালু করা হবে।
শিরোনাম
- পাকিস্তান হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ বর্জন আফগানিস্তানের
- ঘুম থেকে জেগে মুমিনের করণীয়
- ঐক্য ও সংগ্রামী চেতনার বিকাশ চাই
- হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলে কী পরিণতি হবে পৃথিবীর!
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল
- রাজধানীতে বিএনপির ব্যতিক্রমী মিছিল
- ডেমরায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- ধানমন্ডি আইডিয়ালে জিপিএ-৫ কমেছে, পাসের হারও নিম্নগামী
- মৃত ব্যক্তির আঙুলের ছাপ ব্যবহার করে অভিনব জালিয়াতি
- মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ৭টি প্রাকৃতিক টনিক
- এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই : ইসি আনোয়ারুল
- বসুন্ধরা সিটিতে ইয়োসো বাংলাদেশের ষষ্ঠ আউটলেটের বর্ণিল উদ্বোধন
- বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ
- দেশ মহাসংকটের দিকে এগুচ্ছে: এম. এ. মতিন
- শিয়ালবাড়ির সেই গুদামে প্রাণঘাতী মাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাস
- ইনসাফ প্রতিষ্ঠায় শ্রমিকদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে: শফিকুর রহমান
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত : আসিফ নজরুল
- হজের নিবন্ধন : কিছু ব্যাংক খোলা থাকবে শনিবার
- দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় লেখক বেক সে-হি মারা গেলেন, কিন্তু বাঁচালেন পাঁচজনকে
ট্রেনে বগি কমায় ভোগান্তি
রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর