চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে নিয়মিত ছেড়ে যাওয়া বনলতা ট্রেনে তিনটি যাত্রীবাহী বগি কমানো হয়েছে। এর ফলে সাধারণসহ অন্যান্য আসনের পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত ২০টি আসনের টিকিট বাতিল করা হয়েছে। এতে যাত্রীরা ঢাকায় ট্রেনে যাতায়াত করতে না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। কবে এ সংকট নিরসন হবে তা বলতে পারছেন না রেলওয়ের কর্মকর্তারা। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৩টি বগিতে যাত্রীবহন করে নিয়মিত ঢাকা চলাচল করে বনলতা ট্রেন। ট্রেনটিতে এ জেলার জন্য বরাদ্দ রয়েছে ১৯৬টি আসন। এর মধ্যে আছে ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত টিকিট। বনলতা থেকে কমিয়ে নেওয়া বগির মধ্যে একটি ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য। তিনটি বগি কমানোয় শীতাতপ নিয়ন্ত্রিত আসনে ঢাকা যেতে পারছেন না চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা। জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটতে আসা আবদুর রাজ্জাক ক্ষোভের সঙ্গে জানান, শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসার জন্য তার ঢাকা যাওয়া প্রয়োজন। টিকিট না পাওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে। তিনি আরও বলেন, ট্রেনের টিকিট পেলে বাসে যাতায়াত করি না। কারণ বাসে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। তাছাড়া ঢাকার বাস ভাড়া ৮৫০ টাকা। ট্রেনে যেতে লাগে মাত্র ৪২৫ টাকা। বাসে ঢাকা যাওয়ার ভাড়াতেই ট্রেনে যাওয়া-আসা করা যায়। এ ছাড়া বাসের থেকে ট্রেন যাত্রা নিরাপদ। কিন্তু ট্রেনের টিকিট না পেয়ে তিনি ভোগান্তিতে পড়েছেন। সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার পথে শুধু বনলতা ট্রেন চলায় টিকিটের ব্যাপক সংকট দেখা দিয়েছে। করোনাকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে মোট পাঁচটি ট্রেন বন্ধ করা হয়। নানা প্রতিবন্ধকতা পার করে সিরাজগঞ্জ মেইল চালু হলেও এখনো স্যাটল-২, স্যাটল-৪, রাজশাহী লোকাল, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলাবাসী বন্ধ ট্রেন চালুর জন্য একাধিকবার কর্মসূচি পালন করলেও সে দাবি অপূর্ণই রয়ে গেছে। অথচ আশপাশের সব জেলার মানুষ চার-পাঁচটি আন্তনগরসহ বিভিন্ন ট্রেনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদে যাতায়াত করতে পারছেন। চাঁপাইনবাবগঞ্জবাসী রেলসেবা বঞ্চিত হচ্ছেন। এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, এক সপ্তাহ আগে বনলতা ট্রেনের তিনটি বগির চাকা নষ্ট হয়ে গেছে। ওই বগির চাকাগুলো মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফলে ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের জন্য বরাদ্দ থাকা ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত আসনের টিকিটি বাতিল করা হয়েছে। কবে নাগাদ যান্ত্রিক ত্রুটির নিরসন হবে সঠিকভাবে বলতে পারেননি তিনি। পশ্চিমাঞ্চল রেলওয়ের (রাজশাহী) প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, রেলের লোকবল সংকট থাকায় বন্ধ হওয়া ট্রেন চালু হচ্ছে না। দ্রুত যথাযথ নিয়ম মেনে লোকবল নিয়োগ দিয়ে বন্ধ হওয়া ট্রেনগুলো চালু করা হবে।
শিরোনাম
- আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল
- নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ
- জমি নিয়ে বিরোধে শিশুকে নির্যাতনের অভিযোগ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ট্রেনে বগি কমায় ভোগান্তি
রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম