শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

মাদক মামলায় নারীর যাবজ্জীবন

হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে সোহাগী বেগম নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। গতকাল দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত নারী রাজশাহীর গোদাগাড়ী থানার সাইফুল ইসলামের স্ত্রী। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি নাটোর সদরের নারায়ণপুর এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ সোহাগীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

সর্বশেষ খবর