শিরোনাম
শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

সন্দ্বীপ উপজেলা নির্বাচনে নৌকার জয়

প্রতিদিন ডেস্ক

কিছু অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে গতকাল কয়েকটি স্থানে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : সন্দ্বীপ উপজেলায় পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকে ২৭ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাঈন উদ্দিন মিশন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্দ্বীপ পৌরসভার সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫১৩ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ৪৪ হাজার ৬৯৩, যা মোট ভোটারের ১৮.৬৫ শতাংশ। এর মধ্যে ৪০৯টি ভোট বাতিল হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোট দেন ভোটাররা। প্রধান নির্বাচন কমিশনারের উপজেলার এ নির্বাচনে প্রশাসনকে খুব কঠোর থাকতে দেখা গেছে। দিনভর বড় কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে জাল ভোট দেওয়ার অপরাধে বিভিন্ন কেন্দ্রে অন্তত ১৫ জনকে আটক করা হয়।

নেত্রকোনা : নেত্রকোনায় উপনির্বাচনে সকালে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করলেও দুপুরের পর পরিবেশ অশান্ত হয়ে ওঠে। নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। বিকালে ইউনিয়নটির শ্রীপুর বালি কেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্বতন্ত্র তিন প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় নৌকা প্রতীকের অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাসিরউদ্দিন রানা ঢোল প্রতীকে ৩৩৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

পিরোজপুর : নাজিরপুর সদর ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রাসেল সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোলা : দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

সর্বশেষ খবর