রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

ভেজাল বীজ রাখায় জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাজারগুলোতে নিম্নমানের ভেজাল ধান বীজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বড়খাতা, বিডিআর বাজার, দিঘিরহাট এলাকায় শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন। এ সময় মানহীন ও অনুমোদনহীন বীজ বিক্রির দায়ে বড়খাতার শুভেচ্ছা ট্রেডার্সের প্রোপাইটর হাবিবুর রহমান হাবুর ১০ হাজার টাকা, বাবু সার ঘরের প্রোপাইটর মুজাহিদ জুয়েলের ২ হাজার টাকা এবং বড়খাতা কৃষি ঘর প্রোপাইটর মশিয়ার রহমানের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, কৃষি অফিসার সুমন মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলী প্রমুখ। ইউএনও বলেন, যাদের কাছে অনুমোদনহীন বীজ পাওয়া গেছে তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর