মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

পঞ্চগড়ে কৃষিতে ব্যবহার হচ্ছে মাত্রাধিক সার

পঞ্চগড় প্রতিনিধি

১৩টি কারণে হিমালয়কন্যা খ্যাত সমতল জেলা পঞ্চগড়ের পরিবেশ হুমকির মুখে পড়েছে। সচেতনতা এবং দায়িত্বশীলতার অভাবে পরিবেশ বিনষ্টের এসব কারণ মানব সৃষ্ট। কারণগুলা হলো ইটভাটা, মুরগির খামার সৃষ্ট বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনার অভাব, পাথর উত্তোলন, মেডিকেল বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনার অভাব, গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার, কৃষিকাজ অত্যধিক রাসায়নিক সার ব্যবহার, বাজারে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের আধিপত্য প্রভৃতি। পরিবেশ দিবসের আলোচনায় এসব প্রসঙ্গ তুলে ধরেন পঞ্চগড় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ইউসুফ আলী। এ সময় বক্তারা বলেন, পঞ্চগড়ের কৃষিকাজে অজ্ঞানতার অভাবে চাষিরা অত্যধিক সার-কীটনাশক ব্যবহার করেন। এর কারণে উৎপাদিত সবজি ক্ষতিকারক হয়ে উঠছে। মাটি নষ্ট হয়ে যাচ্ছে। বক্তারা অচিরেই এ ব্যাপারে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এর আগে পরিবেশ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় ।

পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর