লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের আবাসন প্রকল্পের (গুচ্ছগ্রাম) ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বেশির ভাগ ঘরের মেঝের মাটি ধসে গেছে। ধসে পড়ছে দেয়ালের পলেস্তারা। ভোগান্তির কারণে ১৩০টি পরিবারের মধ্যে ৮২টিই গুচ্ছগ্রাম ছেড়ে চলে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, দহগ্রাম ইউনিয়নের তিস্তা নদীর তীরে ২০১৭-১৮ সালে নির্মাণ করা হয় দহগ্রাম-১ গুচ্ছগ্রাম। পরে সরকারের ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ওই ইউনিয়নের বড়বাড়ি এলাকায় ২০১৮ সালে গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্যায়ে ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রজেক্টে (সিভিআরপি) আওতায় তিন ধাপে নির্মাণ করা হয় ১৩০টি বসতবাড়ি। সেখানে পর্যায়ক্রমে ভূমিহীন, গৃহহীন, নদীভাঙনের শিকার পরিবারগুলোকে বরাদ্দ দেওয়া হয়। গুচ্ছগ্রামের বাসিন্দারা জানান, গত ২-৩ বছরে ভারী বৃষ্টি ও বন্যায় গুচ্ছগ্রামের ঘরের মাটি ও মেঝে ধসে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। দেয়ালের পলেস্তারা খুলে পড়ায় বাস অনুপযোগী হয়ে পড়েছে ঘরগুলো। বাসিন্দাদের আর্থিক সামর্থ্য না থাকায় ঘর মেরামত করতে পারেননি। ফলে অনেক পরিবার গুচ্ছগ্রাম থেকে চলে যায়। তাছাড়া গুচ্ছগ্রামে চলাচলের একমাত্র সড়কটি খানাখন্দে ভরা। শুকনা মৌসুমে ধুলাবালু এবং বর্ষায় কাদামাটি ভরা সড়কে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে তিস্তার পানি বৃদ্ধি পেলে এখানকার বাসিন্দাদের ভোগান্তির শেষ থাকে না। গুচ্ছগ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন (৪৮) বলেন, নদীভাঙনের শিকার হয়ে জমি, বসতভিটা হারিয়ে এখানে এসেছি। এখানে থাকা কষ্টকর হয়ে পড়েছে। ঘরগুলোর মাটি ধসে যাওয়ায় অনেকে চলে গেছেন। আমিও অন্যত্র চলে যাচ্ছি। ১১ নম্বর ঘরের বাসিন্দা জুলেখা বেগম (৩০) বলেন, কাজ না করলে তাদের ভাত জোটে না। গুচ্ছগ্রাম থেকে যাওয়া-আসার রাস্তার খুব সমস্যা। মাটি সরে যাওয়ায় ঘরে থাকা যায় না। দহগ্রাম ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, গুচ্ছগ্রামের বেহাল অবস্থা নিয়ে বারবার কথা বলছি। কিন্তু কাজ হচ্ছে না। জরাজীর্ণ ঘরে বসবাস করা খুব কষ্টের। পিআইও উত্তম কুমার নন্দি বলেন, পাঁচ-ছয় বছর আগে ঘরগুলো নির্মাণ করা হয়েছিল। একটু তো সমস্যা হবেই। বিষয়টি ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি শিগগিরই সংস্কার হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, গুচ্ছগ্রামের বাসিন্দাদের অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় তারা অন্যত্র চলে গেছেন। ঘরগুলো সংস্কারের উদ্যোগ শিগগিরই নেওয়া হবে।
শিরোনাম
- চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেফতার
- ৩.২ সেকেন্ডেই ১০০ কিমি! নেইমারের নতুন পোরশে ঘিরে হইচই
- যুদ্ধবিরতির পরও অমৃতসরে বিস্ফোরণ, জারি লাল সতর্কতা
- যুদ্ধবিরতি: আইপিএল পুনরায় শুরুর উদ্যোগ
- রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ
- উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ কারবারি আটক
- আমাকে আনফলো করুন, কিছুই বলব না: হিনা খান
- পুতিনের শান্তি প্রস্তাব: ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান
- মোদি-শেহবাজকে প্রধান উপদেষ্টার সাধুবাদ
- টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত
- সৌদি পৌঁছেছেন ৩৭৮৩০ হজযাত্রী
- বিধ্বস্ত ইন্টার মায়ামি
- যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের
- ইতিহাসে প্রথম এক দলের ১০ জন রিটায়ার্ড আউট
- পাকিস্তানকে প্রশংসায় ভাসিয়ে পাশে থাকার বার্তা চীনের
- নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ
- ৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র : আইন উপদেষ্টা
- দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরিতে প্রযুক্তি খাতের ভূমিকা অতুলনীয়: আইসিটি সচিব
- বেনাপোলে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন
- যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ, পেশোয়ারে ড্রোন আতঙ্ক
বাস অনুপযোগী পাটগ্রামের গুচ্ছগ্রাম ঘর ছেড়েছে ৮২ পরিবার
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প : রিপোর্ট
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম