বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট পৌর শহরে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম আদালত পরিচালনা করেন। তিনি জানান, প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে দুটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় জনতা ফার্মেসিকে ২ হাজার এবং একতা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রের কাছে সিগারেট বিক্রি করায় এক দোকানিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ লঙ্ঘনের দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়। আজহারুল ইসলাম আরও জানান, ওষুধের দোকানের দায়িত্ব হচ্ছে কোনো নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি না করা। শহরের কয়েকটি ফার্মেসি এ নির্দেশনা না মেনে এন্টিবায়োটিক বিক্রি করায় দুই মালিককে জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর