জনগুরুত্বপূর্ণ সড়কে সেতু নির্মাণ কাজে ধীরগতির কারণে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন নান্দাইল, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার মানুষ। ডাইভারসন সড়ক দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাক ও অন্য যানবাহনের চালক-যাত্রীরা চলাচল করছেন জীবনের ঝুঁকি নিয়ে। এ সড়কটি এবড়োখেবড়ো হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হোসেনপুর উপজেলার নরসুন্ধা নদীর ওপর এ সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের ফেব্রুয়ারিতে। পরের বছরের ৩০ মে কাজ শেষ হওয়ার কথা ছিল। কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কাজ সম্পন্ন না করায় সীমাহীন কষ্টে আছেন এ সড়ক দিয়ে চলাচলকারী পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীরা। ডাইভারসন সড়কে খানাখন্দের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এ সড়ক দিয়ে নান্দাইল, হোসেনপুর ও পাকুন্দিয়ার লোকজন টোকবাজার হয়ে ঢাকায় চলাচল করেন। সরেজমিন দেখা যায়, তিনজন শ্রমিক দিয়ে টিমেতালে কাজ করাচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদার। সেতুর পাশ দিয়ে সাময়িক চলাচলের জন্য নির্মিত ডাইভারশন সড়কের বেহাল দশা। সড়কের এ অংশে এলে ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে। যাত্রীরা হেঁটে পার হলেও মালামালবোঝাই অটোরিকশা কয়েকজন ঠেলে পার করছেন। হোসেনপুর উপজেলা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ মে। আড়াই বছরে শুধু গার্ডারের কাজ শেষ হয়েছে। ছাদ ঢালাইসহ সংযোগ সড়কের শুরুই হয়নি। কিশোরগঞ্জ জেলা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম জনদুর্ভোগের কথা স্বীকার বলেন, কাজের ধীরগতির জন্য দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান।
শিরোনাম
- মেসির জোড়া গোলে দাপুটে হয় মায়ামির
- চাইলেই লুকানো যাবে ইনস্টাগ্রাম পোস্টের লাইক সংখ্যা
- যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি
- হোসনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু, কঠোর নিরাপত্তা ব্যবস্থা
- আগস্ট থেকে তেলের উৎপাদন বাড়াবে ওপেক প্লাস
- রাজনীতিতে আত্মপ্রকাশ করলেন ইলন মাস্ক, দলের নাম ‘আমেরিকা পার্টি’
- ২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করলো মাইক্রোসফট
- স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
ঢিমেতালে চলছে সেতু নির্মাণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর