বান্দরবানে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আলতাজ উদ্দিন (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদন্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম জেবুন্নাহার আয়শা গতকাল এ রায় ঘোষণা করেন।
২০২১ সালের ৮ ডিসেম্বর লামা উপজেলার শামুকছড়ার মুখ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা জানান, দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন। রায়ের পর আলতাজ উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।