গোপালগঞ্জের মধুমতি এমবিআর চ্যানেলে খাঁচায় চাষ করা হয়েছে তেলাপিয়া মাছ। মাত্র তিন মাসে প্রতি খাঁচায় ২০০ কেজি মাছ উৎপাদন হয়েছে। মাছ বিক্রি করে খরচ বাদে খাঁচাপ্রতি লাভ হয়েছে অন্তত ৫ হাজার টাকা। এ পদ্ধতিতে মাছ চাষ করে জেলার বহু মানুষের ভাগ্য বদলের হাতছানি দিচ্ছে। সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের মধুমতি এমবিআর চ্যানেলে দেখা গেছে, নদীতে ড্রাম ভাসিয়ে লোহার পাইপে বিভিন্ন স্তরে নেট ব্যযহার করে মাছ চাষের উপযোগী খাঁচা স্থাপন করা হয়েছে। একই স্থানে থেকে জোয়ার-ভাটার পানির সঙ্গে খাঁচা ওঠানামা করে। কখানো স্রোতে ভেসে অন্য স্থানে যায় না। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, দেশি প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গোপালগঞ্জের তিন উপজেলায় খাঁচায় মাছ চাষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। প্রতিটি খাঁচায় গড়ে ২০০ কেজি করে মাছ উৎপাদন হচ্ছে। বছরে তিনবার এ খাঁচায় মাছ চাষ করা হয়। একবার খাঁচা স্থাপন করলে ব্যবহার করা যায় টানা তিন বছর। বছরে ১২টি খাঁচার একটি ইউনিট থেকে ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। লাভজনক হওয়ায় অনেকেই এ পদ্ধতিতে মাছ চাষে আগ্রহ দেখাচ্ছেন। দেশি প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পিডি এস এম আশিকুর রহমান বলেন, প্রবাহমান নদী, খাল ও জলাশয়ে খাঁচা স্থাপন করে বছরে তিনবার মাছ উৎপাদন করা যায়। গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিলুর রহমান রিগান বলেন, খাঁচায় মাছ চাষ ব্যাপক সাড়া ফেলেছে। এ মাছের স্বাদ খুব ভালো। আগামীতে খাঁচায় মাছ চাষ আরও সম্প্রসারণ করা হবে।
শিরোনাম
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
খাঁচায় মাছ চাষ
আমিনুল হাসান শাহীন, গোপালগঞ্জ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর