সব রকমের প্রস্তুতি নিলেও বুড়িমারী এক্সপ্রেস আন্তনগর ট্রেন চালু হয়নি। উদ্বোধনের আগে লালমনিরহাট স্টেশনে আনা হয়েছিল ট্রেনটির কোচ। ট্রায়াল রান করা হয়েছিল। লালমনিরহাট জেলাবাসীর কাক্সিক্ষত ট্রেনটি চালুর জন্য একাধিকবার তারিখ নির্ধারণও করা হয়। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি তারিখ নির্ধারিত ছিল। এদিনও উদ্বোধন হচ্ছে না বুড়িমারী এক্সপ্রেস- জানান লালমনিরহাট রেল বিভাগের বিভাগীয় ম্যানেজার আবদুল্লাহ আল মামুন। এতে ট্রেনটি চালু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। লালমনিরহাট রেলওয়ে সূত্র জানায়, গত ৩০ নভেম্বর ছিল ‘বুড়িমারী এক্সপ্রেস’ উদ্বোধনের তারিখ। দিনটি পরিবর্তন করে নির্ধারণ করা হয়েছিল ৬ ডিসেম্বর। পরে ওই দিনটি পরিবর্তন করে নির্ধারণ করা হয়েছিল ১৬ ডিসেম্বর। এ তারিখেও উদ্বোধন করা হয়নি ট্রেনটি। পুনরায় উদ্বোধনের জন্য নির্ধারণ করা হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। কিন্তু এদিনও উদ্বোধন করা হচ্ছে না ট্রেনটি। রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয়রা জানান, ২০১১ সালের ১৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ও তিনবিঘা করিডর পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বুড়িমারী-ঢাকা একটি আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। ২০১৮ সালের ১৬ জুন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক আসেন লালমনিরহাট স্টেশনে। ওই সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে। ২০২১ সালের ১২ নভেম্বর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পরিদর্শনে আসেন লালমনিরহাট স্টেশন। সে সময় তিনি বলেন, বুড়িমারী-ঢাকা রুটে আন্তনগর ট্রেন দ্রুত চালু করা হবে। বাংলাদেশ রেলপোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, বুড়িমারী-ঢাকা রুটে আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। দেওয়া হয়েছে স্মারকলিপি। গত তিন মাসে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের তারিখ তিনবার পিছিয়েছে। ট্রেনটি কবে উদ্বোধন হবে তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষও বিস্তারিত বলছে না। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের তারিখ পুনরায় পিছিয়েছে। উদ্বোধনের জন্য আবার তারিখ নির্ধারণ করতে প্রস্তুতি চলছে। চলতি মাসে এ ট্রেন চালুর কথা ছিল। ট্রেনটির ট্রায়াল রানও শেষ করা হয়েছে। আশা করছি, এবার উদ্বোধনের তারিখ চূড়ান্ত হলে আর পরিবর্তন হবে না।
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
বুড়িমারী এক্সপ্রেস চালু ধোঁয়াশায়
তিনবার পিছিয়েছে উদ্বোধনের তারিখ
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর