সব রকমের প্রস্তুতি নিলেও বুড়িমারী এক্সপ্রেস আন্তনগর ট্রেন চালু হয়নি। উদ্বোধনের আগে লালমনিরহাট স্টেশনে আনা হয়েছিল ট্রেনটির কোচ। ট্রায়াল রান করা হয়েছিল। লালমনিরহাট জেলাবাসীর কাক্সিক্ষত ট্রেনটি চালুর জন্য একাধিকবার তারিখ নির্ধারণও করা হয়। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি তারিখ নির্ধারিত ছিল। এদিনও উদ্বোধন হচ্ছে না বুড়িমারী এক্সপ্রেস- জানান লালমনিরহাট রেল বিভাগের বিভাগীয় ম্যানেজার আবদুল্লাহ আল মামুন। এতে ট্রেনটি চালু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। লালমনিরহাট রেলওয়ে সূত্র জানায়, গত ৩০ নভেম্বর ছিল ‘বুড়িমারী এক্সপ্রেস’ উদ্বোধনের তারিখ। দিনটি পরিবর্তন করে নির্ধারণ করা হয়েছিল ৬ ডিসেম্বর। পরে ওই দিনটি পরিবর্তন করে নির্ধারণ করা হয়েছিল ১৬ ডিসেম্বর। এ তারিখেও উদ্বোধন করা হয়নি ট্রেনটি। পুনরায় উদ্বোধনের জন্য নির্ধারণ করা হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। কিন্তু এদিনও উদ্বোধন করা হচ্ছে না ট্রেনটি। রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয়রা জানান, ২০১১ সালের ১৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ও তিনবিঘা করিডর পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বুড়িমারী-ঢাকা একটি আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। ২০১৮ সালের ১৬ জুন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক আসেন লালমনিরহাট স্টেশনে। ওই সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে। ২০২১ সালের ১২ নভেম্বর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পরিদর্শনে আসেন লালমনিরহাট স্টেশন। সে সময় তিনি বলেন, বুড়িমারী-ঢাকা রুটে আন্তনগর ট্রেন দ্রুত চালু করা হবে। বাংলাদেশ রেলপোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, বুড়িমারী-ঢাকা রুটে আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। দেওয়া হয়েছে স্মারকলিপি। গত তিন মাসে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের তারিখ তিনবার পিছিয়েছে। ট্রেনটি কবে উদ্বোধন হবে তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষও বিস্তারিত বলছে না। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের তারিখ পুনরায় পিছিয়েছে। উদ্বোধনের জন্য আবার তারিখ নির্ধারণ করতে প্রস্তুতি চলছে। চলতি মাসে এ ট্রেন চালুর কথা ছিল। ট্রেনটির ট্রায়াল রানও শেষ করা হয়েছে। আশা করছি, এবার উদ্বোধনের তারিখ চূড়ান্ত হলে আর পরিবর্তন হবে না।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
বুড়িমারী এক্সপ্রেস চালু ধোঁয়াশায়
তিনবার পিছিয়েছে উদ্বোধনের তারিখ
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর