সব রকমের প্রস্তুতি নিলেও বুড়িমারী এক্সপ্রেস আন্তনগর ট্রেন চালু হয়নি। উদ্বোধনের আগে লালমনিরহাট স্টেশনে আনা হয়েছিল ট্রেনটির কোচ। ট্রায়াল রান করা হয়েছিল। লালমনিরহাট জেলাবাসীর কাক্সিক্ষত ট্রেনটি চালুর জন্য একাধিকবার তারিখ নির্ধারণও করা হয়। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি তারিখ নির্ধারিত ছিল। এদিনও উদ্বোধন হচ্ছে না বুড়িমারী এক্সপ্রেস- জানান লালমনিরহাট রেল বিভাগের বিভাগীয় ম্যানেজার আবদুল্লাহ আল মামুন। এতে ট্রেনটি চালু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। লালমনিরহাট রেলওয়ে সূত্র জানায়, গত ৩০ নভেম্বর ছিল ‘বুড়িমারী এক্সপ্রেস’ উদ্বোধনের তারিখ। দিনটি পরিবর্তন করে নির্ধারণ করা হয়েছিল ৬ ডিসেম্বর। পরে ওই দিনটি পরিবর্তন করে নির্ধারণ করা হয়েছিল ১৬ ডিসেম্বর। এ তারিখেও উদ্বোধন করা হয়নি ট্রেনটি। পুনরায় উদ্বোধনের জন্য নির্ধারণ করা হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। কিন্তু এদিনও উদ্বোধন করা হচ্ছে না ট্রেনটি। রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয়রা জানান, ২০১১ সালের ১৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ও তিনবিঘা করিডর পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বুড়িমারী-ঢাকা একটি আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। ২০১৮ সালের ১৬ জুন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক আসেন লালমনিরহাট স্টেশনে। ওই সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে। ২০২১ সালের ১২ নভেম্বর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পরিদর্শনে আসেন লালমনিরহাট স্টেশন। সে সময় তিনি বলেন, বুড়িমারী-ঢাকা রুটে আন্তনগর ট্রেন দ্রুত চালু করা হবে। বাংলাদেশ রেলপোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, বুড়িমারী-ঢাকা রুটে আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। দেওয়া হয়েছে স্মারকলিপি। গত তিন মাসে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের তারিখ তিনবার পিছিয়েছে। ট্রেনটি কবে উদ্বোধন হবে তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষও বিস্তারিত বলছে না। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের তারিখ পুনরায় পিছিয়েছে। উদ্বোধনের জন্য আবার তারিখ নির্ধারণ করতে প্রস্তুতি চলছে। চলতি মাসে এ ট্রেন চালুর কথা ছিল। ট্রেনটির ট্রায়াল রানও শেষ করা হয়েছে। আশা করছি, এবার উদ্বোধনের তারিখ চূড়ান্ত হলে আর পরিবর্তন হবে না।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
বুড়িমারী এক্সপ্রেস চালু ধোঁয়াশায়
তিনবার পিছিয়েছে উদ্বোধনের তারিখ
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর