বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

ডেঙ্গু প্রতিরোধে মাইকিং পোস্টারিং লিফলেট

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ডেঙ্গু প্রতিরোধে মাইকিং পোস্টারিং লিফলেট

চলতি বছর ডেঙ্গু প্রতিরোধে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ইউনিট স্থাপনসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্ষা শুরু হলে ডেঙ্গু ছড়িয়ে পড়ে এ কারণে আগে থেকেই বগুড়ায় সব প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, ডেঙ্গু রোগীর যথাযথ ও সময়মতো চিকিৎসাসেবা দিতে দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সম্প্রতি ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এর আলোকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালসহ জেলার অন্যান্য হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের সেবার উপযোগী করা হয়েছে। গত বছর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ২ শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। সে কারণে এবারও নতুন ডেঙ্গু ইউনিট স্থাপনসহ আগে থেকেই সব প্রক্রিয়া সেরে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শজিমেক হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু ইউনিটে আপাতত ৩২টি শয্যা রাখা হয়েছে। এর মধ্যে ১৬টি পুরুষ ও ১৬টি মহিলা শয্যা। রয়েছে চিকিৎসাব্যবস্থা। রাখা হয়েছে ৩ হাজার তরল স্যালাইন। পাশাপাশি হাসপাতাল ভান্ডারে সব ধরনের ওষুধ সংরক্ষিত আছে। বিশেষ ডেঙ্গু ইউনিটের জন্য রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। এদিকে ডেঙ্গু বিস্তার রোধে বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশার পক্ষ থেকে প্রতিদিন জনগণকে সচেতন করার জন্য মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। শহরের ছোট-বড় ড্রেনে স্প্রে করা হচ্ছে মশকনিধন ওষুধ। বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম জানান, বগুড়ায় ডেঙ্গু বিষয়ে সভা-সেমিনার হচ্ছে। আগামী সপ্তাহ থেকে সচেতনতামূল লিফলেট বিতরণসহ সব ধরনের প্রচার-প্রচারণা চালানো হবে। ডেঙ্গু যেন বগুড়ায় আঘাত না করতে পারে সেজন্য জেলার সব হাসপাতালে বিশেষ ইউনিট স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।

 

সর্বশেষ খবর