বরিশাল সিটি করপোরেশনের আমানতগঞ্জের বেলতলার জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসা থেকে তিন শিশু শিক্ষার্থীকে অপহরণ করা হয় রবিবার সন্ধ্যা ৭টার দিকে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাত ১১টার দিকে তাদের মাদারীপুর থেকে উদ্ধার করে পুলিশ। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, টেকেরহাট উত্তরপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা হয় তিন শিশুকে।