সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের কামড়ে আলাল উদ্দিন (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জালাল উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী কলাবাগান এলাকার জালাল উদ্দীনের ছেলে। কলাবাগান বাজারের তার মনিহারি দোকান রয়েছে। দোকান বন্ধ করে শনিবার রাত ৮টার দিকে বাড়ি ফিরতে ছিলেন আলাল উদ্দিন। পথে তার পায়ে সাপ কামড় দেয়। কিছুক্ষণ পর সে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নিতে আসে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ খবর