ময়মনসিংহের গফরগাঁও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে যুবদলের দুই কর্মী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পৌর শহরের নতুনবাজার মেক্সিস্ট্যান্ডে গত বুধবার উপজেলা যুবদল কর্মী জসিম উদ্দিন গ্রুপের সঙ্গে সুমন গ্রুপের সংঘর্ষ বাধে। ছুরিকাঘাতে জসিম উদ্দিন (৩৫) আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত হন যুবদল কর্মী তুসার, আবদুল হামিদ, মাহবুব, সুবল চন্দ্র মোদক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জসিম উদ্দিনের কর্মীরা সুমন, হেলাল উদ্দিন, জামাল উদ্দিন ও জমির বেপারীর বাড়িতে অগ্নিসংযোগ এবং ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। অন্যদিকে মঙ্গলবার রাতে পৌর এলাকার কাচারি রোড রেলক্রসিং এলাকায় যুবদল কর্মী সবুজ আকন্দ (২৬) ছুরিকাঘাতে নিহত হন। সবুজের পরিবারের অভিযোগ- পৌর ছাত্রদলের ওয়ার্ড সভাপতি মেহেদী কাজী এ হত্যাকান্ডে জড়িত। সবুজ আকন্দের মামা কামাল উদ্দিন বলেন, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ছুরিকাহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, ছুরিকাহত দুজনই হাসপাতালে আসার আগেই মারা যান। ওসি মো. শাহিনুজ্জামান জানান, দুজনের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।