হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুলনার পাইকগাছায় সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাসকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেলুটি পশ্চিমপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশে একটি হাতুড়ি পাওয়া গেছে। কে বা কারা হত্যায় জড়িত জানা যায়নি। নিহত স্বপন বিশ্বাস দেলুটি ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক ছিলেন। ময়নাতদন্ত ছাড়াই গতকাল লাশ সৎকার করা হয়। স্থানীয় ইউপি সদস্য সুকুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার দেলুটির ওয়াপদার রাস্তার পাশে স্বপন বিশ্বাসকে রক্তাক্ত জখম অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা তাকে ট্রলারে করে পার্শ¦বর্তী সোলাদানা বাজারে চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।