বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল বাদ আসর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, গোলাম মো. সিরাজ, সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন। মরহুমের পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।