দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় উদ্যান আশুরার বিলে লুটপাটের পর এখন সেখানকার সড়কের ইট ও কাঠের সেতুর খুঁটি নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। আশুরার বিলের এ অবস্থা দেখার জন্য গতকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দল সরেজমিনে পরিদর্শনে যায়। লুটপাটের ঘটনার পর থেকে জাতীয় উদ্যান এলাকা জনশূন্য হয়ে পড়েছে। নিরাপত্তা না থাকায় কোনো দর্শনার্থী যাচ্ছে না সেখানে। এ অঞ্চলের মানুষের বিনোদন কেন্দ্র আশুরার বিলে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর জনসমাগম ঘটে। কিন্তু লুটপাটের পর এখানে কেউ আসছেন না। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান জানান, লুটপাটের খবর পেয়েছি। উদ্ভূত পরিস্থিতিতে জনবল সংকটের কারণে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যেতে পারিনি। খুব শিগগিরই লুটপাটকারীদের বিরুদ্ধে মামলা ও খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হবে, জানান তিনি। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট সদ্য সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। ওই দিন বিকালে আশুরার বিলে ভাঙচুর, লুটপাট চালায় দুর্বৃত্তরা।
উদ্যানে থাকা দর্শনার্থীদের বসার স্থান, পাঁচটি ছাউনির টিনের চালা, পিলার, রেস্ট হাউসের এসি, আসবাবপত্র নিয়ে যায় তারা।