ঢাকার হেমায়েতপুরে বকেয়া বেতনের দাবিতে চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। কারখানার সামনের সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে গতকাল বিক্ষোভ করেন তারা। এ সময় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
শ্রমিকরা জানান, কারখানার প্রায় ৭ হাজার শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এ ব্যাপারে এজেআই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক অনন্ত জলিল জানান, আন্দোলনরত শ্রমিকদের বেতন পরিশোধসহ সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।