কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে ইছহাক (৪৫) নামে এক নার্সারি মালিককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা। এ সময় তার পকেটে থাকা ১ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। গতকাল সকালে উপজেলার বিএমচর ইউনিয়নের স্টোর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ইছহাক বিএমচর ইউনিয়নের বেতুয়ারকুল খাসমহাল এলাকার ওসমান গণির ছেলে। এ ঘটনায় ইছহাকের বোন রিনা আক্তার সেনাবাহিনীর কন্ট্রোলরুমে একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ইছহাক স্টোর স্টেশন এলাকার একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলকারীরা কিরিচ দিয়ে কুপিয়ে ইছহাকের ডানহাত বিচ্ছিন্ন করে। পরে সন্ত্রাসীরা মৃত ভেবে তাকে ফেলে পালিয়ে যায়।