সিরাজগঞ্জে ২৮১ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাগিচাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ভুট্টাবোঝাই একটি ট্রাক, চারটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। আটকরা হলো- লালমনিরহাটের কালিগঞ্জ থানার উত্তর বত্রিশ হাজারী গ্রামের কছর আলীর ছেলে মফিজুল ইসলাম, একই থানার কাশিরামপুর গ্রামের মৃত জহির আলীর ছেলের রবিউল ইসলাম ও সুতিধার গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে সুমন মিয়া। র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গনি গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, তারা সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে ভুট্টার বস্তার ভিতরে ফেনসিডিল বহন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।