সাবেক ছয় প্রতিমন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত, কর্মসূচিতে হামলা ও বাধা এবং ভাঙচুরের অভিযোগে এসব মামলা করা হয়। খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৮ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। হবিগঞ্জ : জেলায় ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান রিপন শীল (২৭)। এ ঘটনায় হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আবু জাহিরকে প্রধান আসামি করে ৫৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০-২০০ জনকে। সদর মডেল থানার ওসি নূরে আলম জানান, আসামিদের ধরতে অভিযান চলছে। মৌলভীবাজার : ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনায় সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৫৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০ জনকে। বুধবার রাতে মৌলভীবাজার মডেল থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক আবদুল কাদির তালুকদার।
বগুড়া : ১৬ জুলাই জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপুসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত রাখা হয়েছে আওয়ামী লীগের অনেকে নেতা-কর্মীকে।