জেলার তালায় মো. হাসানুর রহমান (৩২) নামে এক ওষুধ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল ভোরে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাসানুর তালার চকেরকান্দা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে। ত্রিশমাইলের পোড়াবাজারে তার ওষুধের দোকান আছে।