কুমিল্লায় গতকাল মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। একই দিন রংপুর, মানিকগঞ্জ ও নড়াইল সড়ক দুর্ঘটনায় মারা গেছে এক নারীসহ আরও তিনজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কুমিল্লার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে মোসাম্মদ লিপি আক্তার (৩৫) ও লিপির মেয়ে লামিসা আক্তার (১৩)। নিহত লামিসা সেনানিবাসের পাবলিক স্কুলের শিক্ষার্থী। ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর : রংপুরে মাইক্রোবাসের ধাক্কায় সন্ধ্যা রানী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে রফিক শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন বাস ও ট্রাকের চালক।
নড়াইল : সদর উপজেলার দত্তপাড়ায় ট্রাকচাপায় নিহত হয়েছেন তাজিম হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী। সকালে নড়াইল-লোহাগড়া সড়কের দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।