নারায়ণগঞ্জের বন্দরে চুরি করার অপবাদ দিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে পল্টন (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সকালে বন্দরের ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা বাইতুল সালাত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পল্টন বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত সাইদুল ইসলাম মিয়ার ছেলে। এ হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে লিপি বেগম (৪৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোন নুরুন্নাহার বেগম বাদী হয়ে গতকাল লিপি বেগমসহ ১০ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় হত্যা মামলা করেছেন। বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
অভিযোগে বলা হয়, পল্টন দড়ি সোনাকান্দা বাইতুল সালাত মসজিদের সামনে দিয়ে বাড়িতে যাচ্ছিল। এ সময় খোকন মিয়া ও নাঈমসহ অন্যরা মানসিক ভারসাম্যহীন পল্টনকে চোর আখ্যা দিয়ে মসজিদের সঙ্গে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে ফেলে। পরে তারা একটি পুকুরের পানিতে চুবায়।