জামালপুরে চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রাতে শিশুর লাশ নিয়ে জামালপুর জেলা প্রেস ক্লাবে হাজির হন পরিবার ও স্বজনরা। জামালপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়ার ভ্যানচালক সুজন আকন্দ তার এক বছর ৯ মাস বয়সি ছেলে আবদুর রহমানকে গত শনিবার সকালে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শিশুটিকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সকালেই শিশুটিকে ভর্তি করা হয় হাসপাতালের শিশু ওয়ার্ডে। সন্ধ্যায় শিশুটি মারা যায়। রাতে লাশ নিয়ে শিশুর বাবা সুজন, চাচা তারিকুল ও অন্য স্বজনরা প্রেস ক্লাবে আসেন। তারা অভিযোগ করেন- ভর্তির পর শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়নি। নার্সদের বারবার বলা হলেও তারা অক্সিজেন দিতে সহায়তা করেনি। শিশু ওয়ার্ডে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকলেও উল্টো তাদেরই অক্সিজেন দিয়ে নিতে বলেন কর্তব্যরত নার্সরা। বাবা সুজন আকন্দ চিকিৎসক ও নার্সদের অবহেলাই সন্তানের মৃত্যুর কারণ দাবি করেন। জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম ইফতেখার গতকাল বলেন, খুব নাজুক অবস্থায় শিশুটি হাসপাতালে ভর্তি হয়। তার জ¦র ও খিঁচুনি ছিল। শুরু থেকেই এ রোগের সঠিক চিকিৎসা না হলে শিশু মারা যায়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।