নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন গ্রামে অবস্থিত পাঁচটি মাজারে গতকাল হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, হিয়াজোড়া গ্রামের শাহ আবদুল গণি (র.) মাজার, উদাম শাহ মাজার ও কেরানী সাহেবের মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ছাড়া বাগমারা গ্রামে খানকায়ে দেওয়ানবাগী ও ফতেপুর গ্রামের প্যাটেন শাহর মাজারেও হামলা চালানো হয়। ভাঙচুর শেষে হিয়াজোড়া গ্রামের শাহ আবদুল গণির মাজারে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে অংশ নেয় কয়েক শ হামলাকারী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক বলেন, কে বা কারা হামলা চালিয়েছে তা আমার জানা নাই। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।