অল্প পুঁজিতে অধিক লাভের আশায় রাস্তার ধারে ও পুকুর পাড়ে পরিত্যক্ত জমিতে বাণিজ্যিকভাবে চাষ হয়েছে গ্রিন লেডি জাতের পেঁপে। খানসামার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক আলতাফ হোসেনের এ পেঁপে চাষ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পেঁপে বিক্রি করে অর্জিত অর্থে ভাগ্য বদল হয়েছে তার। ব্যতিক্রমী এই উদ্যোগ দেখে অনেকেই পেঁপে গাছ লাগানোর আগ্রহ প্রকাশ করেছেন। সরেজমিনে দেখা যায়, বলরাম বাজার থেকে জমিদারনগর যাওয়ার রাস্তার ধারে, পুকুর পাড়ে ও পরিত্যক্ত জমিতে সারি সারি পেঁপে গাছ। কৃষক আলতাফ গাছ পরিচর্যায় ব্যস্ত। রাসায়নিক সারের পরিবর্তে তার নিজ খামার থেকে তৈরি জৈবসার ব্যবহার করছেন। আলতাফ হোসেন বলেন, ছোটবেলা থেকে কৃষিতে আগ্রহ থাকায় চাষাবাদে সম্পৃক্ত হয়েছেন। ইউটিউব ও কৃষি অফিসারের পরামর্শে পরিত্যক্ত জমিতে অল্প পুঁজিতে শুরু করেন পেঁপে চাষ। গত মৌসুমে প্রায় ৩ লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত দেড় লাখ টাকার পেঁপে বিক্রি হয়েছে। তিনি বলেন, সবাই পরিত্যক্ত জমিতে চাষাবাদ করলে সবজির চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে আর্থিকভাবেও লাভবান হতে পারবেন।
খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, আলতাফ হোসেন গত বছরের শুরুতে কৃষি বিভাগের পরামর্শে গ্রিন লেডি জাতের পেঁপের চারা লাগিয়েছেন। এতে ভালো ফলন ও আর্থিকভাবে লাভবান হয়েছেন। কৃষিবিভাগ নিয়মিত কৃষকদের উদ্বুদ্ধ করছে যেন কোনো জমি অনাবাদি না থাকে।