পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাইরুজ আনিকা ওয়াশেমা প্রিননের লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক দ্বন্দ্ব ও ডিপ্রেশন থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। প্রিনন বোদা উপজেলার বিএনপি নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজের মেয়ে। ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল তার লাশ। পুলিশ জানায়, গতকাল প্রিননের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঢুকে তাকে মেঝেতে গলায় ওড়নার ফাঁসসহ পড়ে থাকতে দেখেন। ওসি মোজাম্মেল হক বলেন, পারিবারিক দ্বন্দ্ব ও ডিপ্রেশনের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।