নাঙ্গলকোটে জাম্বুরা ও নারকেল পেড়ে নেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করায় এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দৌলখাঁড় গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারীকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে নেওয়া হয়। ভুক্তভোগী খালেদা বেগম দৌলখাঁড় গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী।
খালেদা গতকাল জানান, গত শনিবার বাড়ির জয়নাল ফরায়েজি ও তার স্বজনরা আমাদের গাছের জাম্বুরা ও নারকেল পেড়ে নিচ্ছিল। এ দৃশ্য ধারণের চেষ্টা করি। তারা টের পেয়ে প্রথমে আমাকে তাদের ঘরের সামনে নিয়ে লাঠিপেটা করে। পরে একটি নারকেল গাছের সঙ্গে বেঁধে চাকু দিয়ে আঘাত করে জয়নালের মেয়ে জামাই কুদ্দুস। খবর পেয়ে শহর থেকে এসে মেয়ে, তার সহপাঠী ও প্রতিবেশীরা আমাকে হাসপাতালে ভর্তি করে। কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসকরা জানান, আহতের পুরো শরীরে অসংখ্য জখম রয়েছে। অভিযুক্ত জয়নাল ফরায়েজি জানান, আমি ঘটনার সঙ্গে জড়িত না। ওসি এ কে এম ফজলুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।