নোয়াখালীর চাটখিলে নিখোঁজের দুই দিন পর গতকাল বিল থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজানুর রহমান মহিন (৫০) লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা। চাটখিল থানার ওসি ইমদাদুল হক জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড মনে হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন থাকতে পারে। শরীর ফুলে যাওয়ায় সঠিকভাবে বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর কারণ জানা যাবে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন মহিন। বিষয়টি তার স্বজনরা পুলিশকে জানান।