টাঙ্গাইলের সখীপুরে বসতবাড়িতে আগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া আরও ৭ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে বলে জানায় সখীপুর উপজেলা ফায়ার সার্ভিস অফিস। গতকাল দুপুর প্রায় ২টার দিকে উপজেলার কুতুবপুর বাজারের উত্তর পাশে হায়দার আলীর বসত-বাড়িতে এ অগ্নিকা ঘটে। এতে ২৪ হাত লম্বা ও ১০ হাত পাশ একটি ঘর, ঘরের আসবাবসহ অন্যান্য মালামাল পুরে গেছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তার ধারণা। সহকারী স্টেশন অফিসার মাহবুব তরফদার বলেন, প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।