শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরা ও কম্বলভর্তি একটি পিকআপ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় লিমন সিমসাং (৩৫) নামে এক কারবারিকে আটক করা হয়। বুধবার গভীর রাতে উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান। তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন রাফিউল, লে. সানজিদ, সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা ফরাসসহ সেনা সদস্যরা।
নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন জানান, জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।