চলতি রবি মৌসুমে লালমনিরহাটের বাজারে সার সংকট দেখা দিয়েছে। এতে কৃষকদের মধ্যে হাহাকার উঠেছে। বিসিআইসি থেকে বরাদ্দের বড় একটা অংশ সার পৌঁছেনি বাফার গুদামে। ফলে সার সংকটে পড়েছেন চাষিরা। এতে দাম বেড়েছে। বাংলা ডিএপি ১০৫০ টাকার স্থলে ২ হাজার টাকা এবং টিএসপি প্রতি বস্তা ১৩৫০ টাকার স্থলে ১৫০০ টাকা দামে কিনতে হচ্ছে। যা মিলছে অনিবন্ধিত বিক্রেতাদের কাছে। কৃষকরা জানান, নভেম্বর মাসে রবি মৌসুম শুরু হয়। চলে ডিসেম্বর পর্যন্ত। আলু, ভুট্টা, সরিষা, গমসহ নানা ফসল চাষাবাদ হয় এ মৌসুমে। রবি মৌসুমের শুরুতে জমিতে প্রচুর সার প্রয়োগ করেন চাষিরা। ফলে রবি মৌসুমে সারের চাহিদা তুলনামূলক বেশি থাকে। বর্তমান জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় পুরোদমে চলছে ভুট্টা বীজ বপন। চাষিরা জানান, বীজ বপনের আগে জমি তৈরি করতে পর্যাপ্ত সার প্রয়োগ করতে হচ্ছে। মৌসুমে সার সংকটে বিপাকে পড়েছেন এ দুই উপজেলার ভুট্টাচাষিরা। একই সঙ্গে চলছে আলু রোপণের মৌসুম। সব মিলে চাহিদার তুলনায় সরবরাহ কম। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রান্তিক পর্যায়ের কতিপয় অসাধু বিক্রেতা অধিক মূল্যে সার বিক্রি করছেন বলেও অভিযোগ কৃষকদের। যার বেশির ভাগই অনিবন্ধিত ব্যবসায়ী। এসব বিক্রেতা মৌসুম শুরুর আগে ডিলারদের কাছ থেকে কিনে করে গুদাম জাত করে। কৃত্রিম সংকট তৈরি করে সুযোগ বুঝে বর্তমানে বেশি দামে বিক্রি করছে। ফলে কৃষকরা বাধ্য হয়ে অধিক দামে সার কিনে চাষাবাদ করছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। চাষাবাদ করতে অধিক মূল্যে সার কিনতে হচ্ছে। বাংলা টিএসপি প্রতি বস্তা ১৩৫০ টাকার স্থলে ১৫০০ টাকা এবং বাংলা ডিএপি ১০৫০ টাকার স্থলে ২ হাজার টাকা দামে কিনতে হচ্ছে অনিবন্ধিত বিক্রেতাদের কাছ থেকে। শুরুতে এমন ধাক্কা খেয়ে উৎপাদন খরচ যেমন বাড়ছে, তেমনি চাষাবাদ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। শুরুতেই সারের সংকট দেখা দিয়েছে। অনিবন্ধিত বিক্রেতারা বাংলা টিএসপি ও ডিএপি সার বস্তাপ্রতি ২০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি করছে। নিবন্ধিত বিক্রেতাদের গুদামে কোনো সার নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবি মৌসুমের জন্য নভেম্বর মাসে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভায় বরাদ্দ আসে টিএসপি ১ হাজার ৯২৬ টন, ডিএপি ৩ হাজার ৪১২ টন ও এমওপি ২ হাজার ৭০ টন। যা উপজেলা ভেদে ৩০ ও ৪০ শতাংশ সার এখন পর্যন্ত বাফার গুদামে পৌঁছেনি। পর্যাক্রমে আসছে এবং তা ডিলারদের মাঝে বিতরণ করা হচ্ছে। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইফুল আরেফিন বলেন, জেলায় সারের সংকট থাকবে না। গুজবে কান না দিয়ে ডিলারদের কাছে কৃষকদের নির্ধারিত মূল্যে সার কেনার আহ্বান জানান তিনি।
শিরোনাম
- খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- এআইইউবিতে সামার ২০২৪-২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
- শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে নেওয়া হলো ফরিদা পারভীনকে
- উরি র্যাঙ্কিংয়ে শীর্ষ ৬০ এ দেশসেরা ইউল্যাব
- আজিজুল হক কলেজের সামনে রেলগেট নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ
- খাগড়াছড়িতে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
- দেশজুড়ে পুলিশের অভিযান, গ্রেফতার ১৪৯৬
- নীলফামারীতে বিশ্ব জনসংখ্যা দিবসে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা
- চাঁদপুর ভোক্তার অভিযানে জরিমানা
- রাকিব হত্যা মামলায় কামরুল-মানিক নতুন মামলায় গ্রেফতার
- গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় এক বিদ্যালয়ের কেউ পাস করেনি
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
- চলে গেলেন অভিনেত্রী বি. সরোজা দেবী
- যশোরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
- ঠাকুরগাঁওয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি : প্রেস উইং
- যশোরে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত
- আদালতে নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার, সাফাই সাক্ষ্য ১১ আগস্ট
- রেল ক্রসিংয়ে ট্রাক বিকল : তিন ঘণ্টা পর ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল শুরু
- দু-একটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : রিজভী
সার সংকট, হাহাকার কৃষকের
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর