‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জাতীয় মহিলা সংস্থা গাইবান্ধার আয়োজনে শহরের ডিবি রোডের জেলা কার্যালয়ের সামনে থেকে র?্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ডিবি কার্যালয় মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন চৌধুরী। বক্তৃতা করেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক নেশারুল হক প্রমুখ।