ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের পাথর রপ্তানিকারকরা রপ্তানি মূল্য না কমানোয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারকরা ১ ফেব্রুয়ারি থেকে পাথর আমদানি বন্ধ রেখেছেন। এরই জেরে ২ ফেব্রুয়ারি থেকে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে কোনো পণ্য নিচ্ছেন না। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন ১৪ হাজার ২শ শ্রমিক। এতে এ পর্যন্ত সরকারের ২ কোটি টাকার বেশি রাজস্ব ক্ষতি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, গত বছরের ৫ আগস্টের পর দেশে নির্মাণকাজ কম হচ্ছে। এ সময়ে তোর্শা ও স্টোন বোল্ডারের বাজার মূল্য কমে যায়। প্রতি টন পাথর ১০-১২ ডলারে রপ্তানি করতেন ভারত ও ভুটানের ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পড়লে ৪ নভেম্বর ভুটান ও ভারতের রপ্তানিকারকদের চিঠি দেয় বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। ভারতের পাথরের রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন ৭ ডলার এবং ভুটানের ১২ ডলারে নির্ধারণ করে পাঠাতে অনুরোধ করা হয়। তবে সে দেশের ব্যবসায়ীরা/রপ্তানিকারকরা এর কোনো উত্তর দেননি। পরে ভুটানের স্টোন বোল্ডার তোর্শা পাথর প্রতি টন ১৫, সামসি স্টোন/পাথর ১৪ এবং ভারতের স্টোন/পাথর বোল্ডার ১০ ডলারে নির্ধারণ করে আবারও ওই দুই দেশের পাথর রপ্তানিকারক অ্যাসোসিয়েশনকে চলতি বছরের ৪ ও ১৬ জানুয়ারি চিঠি দেওয়া হয়। চিঠির কপি ওই দুই দেশের হাইকমিশনেও দেওয়া হয়। এতেও কোনো ইতিবাচক সাড়া দেননি দেশ দুটির ব্যবসায়ীরা। ১৯ জানুয়ারি বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীদের নিয়ে সাধারণ সভা করে অ্যাসোসিয়েশন। এতে পাথরের মূল্য পুনর্র্নির্ধারণের সিদ্ধান্ত জানিয়ে ২১ জানুয়ারি আবারও চিঠি দেওয়া হয়। এতেও ভুটান ও ভারতের পাথর রপ্তানিকারকরা মূল্য পুনর্নির্ধারণ করেননি। এরপর ১ ফেব্রুয়ারি থেকে পাথর আমদানি বন্ধ রাখার কথা জানানো হয়। এর জেরে ২ ফেব্রুয়ারি থেকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকরা বুড়িমারী স্থলবন্দর থেকে কোনো পণ্য নিচ্ছেন না এবং পাঠাচ্ছেনও না। সেই থেকে বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে ভারতে রপ্তানির জন্য গার্মেন্ট বর্জ্য তুলা, সাবান, জুস, বিস্কুট ও পটেটোসামগ্রীর অন্তত ৫০টি গাড়ি আটকে রয়েছে। বুড়িমারী আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ‘ভারত থেকে যে পাথর আসে তা আমরা ১০ ডলারে আমদানি করেছি। এর পরও কোনো কারণ ছাড়াই কেন তারা সব পণ্য রপ্তানি বন্ধ করে দিলেন বুঝে আসে না। রাজস্ব ঘাটতির তথ্য জানালেন বুড়িমারী স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মাসউদুর রহমানও।
শিরোনাম
- হ্যাট্রিক করলেন চাহাল, এক ওভারেই নিলেন ৪ উইকেট
- চ্যাম্পিয়নস লিগে বার্সা-ইন্টারের রোমাঞ্চকর ড্র
- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
বুড়িমারীতে বন্ধ আমদানি-রপ্তানি
বেকার ১৪ হাজারের বেশি শ্রমিক, বিপুল রাজস্ব ক্ষতি
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

‘মৎস্য ও প্রাণিসম্পদকে কৃষিখাত থেকে আলাদা করে সুবিধাবঞ্চিত করা হয়েছে’
১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
৮ ঘণ্টা আগে | জাতীয়