ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে আকাশ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীঘর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত আকাশ ওই গ্রামের উত্তরপাড়ার আনোয়ার হোসেন ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশুনা করতো। স্থানীয়রা জানায়, সকালে চার্জ থেকে অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আকাশ। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিসৎক মৃত ঘোষণা করেন।