চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় বৃহস্পতিবার বিকালে শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে অনেক বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আম ও ধানের খেত।
চাষিরা জানান, জেলার বিভিন্ন উপজেলায় আধা ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টি হয়েছে। একই সঙ্গে শিলাও পড়েছে। এতে আম, ধানের ক্ষতি হবে। বিশেষ করে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে ব্যাপক আকারে শিলাবৃষ্টি হয়। তবে সদর ও শিবগঞ্জ উপজেলায় শুধু বৃষ্টি হয়েছে। এতে আমের দ্রুত বর্ধন ও ঝরে পড়া রোধে উপকার হবে। তথ্য অনুযায়ী, পার্বতীপুর ইউনিয়নে শিলাবৃষ্টির তীব্রতা বেশি ছিল। উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, শিলাবৃষ্টিতে আম ও ধানের ক্ষতি হলেও সাম্প্রতিক খরার কারণে ঝরে পড়া আম রোধে এ বৃষ্টি উপকারী হয়েছে।