কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় পুলিশের অভিযানে মাদক কারবারি ও জুয়াড়িসহ ১৭ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার থেকে ৭ বোতল ভারতীয় নেশা জাতীয় ইস্কাফ সিরাপসহ জাহাঙ্গীর আলম ও তার ছেলে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়।
একই দিন উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের পাতিয়ারপাড়া থেকে ১৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে উলিপুর পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৬১০ টাকা ও একটি জুয়ার বোর্ড উদ্ধার করা হয়। এ ছাড়া চিলমারী থানার কড়াই বরিশাল ঘাট এলাকায় একটি ডাকাতির ঘটনায় আনোয়ার নামে এক আসামিকে গাইবান্ধার কামারজানি বাজার এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী গতকাল সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।