ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাসের ছাদ উড়ে যাওয়ার ঘটনায় চালক শহীদুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৭ এপ্রিল রাতে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়।