যমুনা নদীর সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী ও শাহজাদপুর উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে ভাটপিয়ারীতে শতাধিক একর ফসলি জমি ও শাহজাদপুরে শতাধিক একর জমি, বসতভিটা নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া ভাঙনের মুখে রয়েছে মাদরাসা, হাইস্কুল ও প্রাইমারি স্কুলসহ ধর্মীয় প্রতিষ্ঠান। বর্ষা মৌসুমের আগেই নদীভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে যমুনাপাড়ের মানুষ। সরেজমিন দেখা যায়, যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে ভাটপিয়ারী পয়েন্টে কয়েক শ মিটার এলাকাজুড়ে তীব্র ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। ফসলসহ জমি বিলীন হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া না হলে পুরো এলাকা বিলীন হওয়ার শঙ্কা করছেন তারা। স্থানীয় বাসিন্দা আবদুল হামিদ ও আমজাদ হোসেন জানান, আগেই ভাটপিয়ারী গ্রামের একটি বড় অংশ নদীগর্ভে চলে গেছে। ঘরবাড়ি-জমিজমা হারিয়ে এখানকার মানুষ বাধ্য হয়ে ওয়াপদাবাঁধে আশ্রয় নিয়ে দিনাতিপাত করছে। যেটুকু ফসলি জমি রয়েছে সেখানেও এক সপ্তাহ ধরে তীব্র ভাঙন শুরু হয়েছে। শেষ সম্বলটুকু নদীগর্ভে চলে গেলে কৃষকদের না খেয়ে থাকতে হবে। স্থানীয় সুইট জানান, ভাঙনরোধে ব্যবস্থা না নিলে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারী, শিমলা, পাঁচঠাকুরীসহ বেশ কয়েকটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চরঠুটিয়া, সোনাতনী ইউনিয়নের মাকড়া, ধীতপুর, কুড়শি, বারপাখিয়া, বড় চামতারা, বানতিয়ার, গালা ইউনিয়নের বৃ-হাতকোড়া ও মোহনপুর গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, সদর উপজেলার ভাটপিয়ারী এলাকায় ভাঙন চলছে। এর কাছেই স্থায়ী বাঁধ রয়েছে। বাঁধের সামনের চরটায় মূলত ভাঙছে। আমরা অবজারভেশন করছি। তিন-চার মাস ধরে নদী সেখানে আঘাত করছে সেই জায়গায় ক্ষতি হয়েছে। জিওব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আর শাহজাদপুরের চরাঞ্চল ভাঙছে। সেখানে ভাঙনরোধে কোনো প্রকল্প গ্রহণ করা সম্ভব নয়।
শিরোনাম
- হাজার কোটি টাকায় ম্যানইউতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার
- ভাগ্যহত চিকিৎসক দম্পতি ও তিন শিশু সন্তানের হাস্যোজ্জ্বল সেলফি, অতঃপর..!
- যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৭১
- এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমন্বয়কারী হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ
- দেশকে নেতৃত্ব দেওয়া যেকোনো ক্রিকেটারের স্বপ্ন: মিরাজ
- 'বাংলাদেশের ভবিষ্যতের জন্য ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ'
- বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারকে এক কোটি রূপি ক্ষতিপূরণ দেবে টাটা গ্রুপ
- বাংলাদেশের সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করলেন প্রধান উপদেষ্টা
- পাখির আঘাতে বিধ্বস্ত হয়ে থাকতে পারে ভারতের প্লেনটি
- যমুনা সেতু দিয়ে একদিনে ৩১ হাজার যানবাহন পারাপার
- ভারতে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ঝাঁপ দেয়া যাত্রীকে জীবিত উদ্ধার, দাবি রিপোর্টে
- ভারতের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের শোক
- ভারতে প্লেন দুর্ঘটনায় হতবাক ব্রিটিশ রাজা চার্লস
- ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ফরিদপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
- গাইবান্ধায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
- ‘জুলাই আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে বিএনপি’
- প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা
- ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক