নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুক্রবার রাতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান রায়হান (১৪) নামে এক কিশোর নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার রাতেই র্যাব ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তারা হলেন- হৃদয়, সাব্বির, আল-আমিন ও জাহিদ। এর আগে নিহত রায়হানের বাবা সামীম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।