গাইবান্ধার পলাশবাড়ীতে টিসিবির পণ্য বহনকারী একটি অটোরিকশা আটক করে ৫৭ বোতল তেল, ১৫৭ কেজি মসুর ডাল ও ৭৫ কেজি চিনি উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বেতকাপা এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। অটোরিকশাচালক সৌরভকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো। গ্রেপ্তার সৌরভ বেতকাপা এলাকার শহিদুল ইসলামের ছেলে।