লালমনিরহাটের হাতীবান্ধায় আল সাকিন নামে নবম শ্রেণির এক ছাত্রকে বেদম মারধরের অভিযোগ উঠেছে মোকসেদ আলী নামে এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষার্থী হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদরাসায় গত শনিবার এ ঘটনা ঘটে। মারধরের শিকার আল সাকিন হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের শফিকুল ইসলামের ছেলে। জানা যায়, শনিবার মাদরাসার শ্রেণিকার্যক্রম চলাকালে বই আনতে লাইব্রেরিতে যায় আল সাকিন। ভুলবশত মাথায় টুপি পরতে ভুলে যায় সে। তা দেখে প্রথমে গালিগালাজ ও পরে তাকে বেদম মারধর করেন শিক্ষক মোকসেদ আলী। বাসায় গিয়ে ব্যথায় কান্নাকাটি করলে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। অভিযুক্ত শিক্ষক বলেন, টুপি পরে না আসায় শুধু একটা থাপ্পড় দিয়েছি। মাদরাসার উপাধ্যক্ষ ফেরদৌস হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হবে। হাতীবান্ধার ইউএনও শামীম মিঞা বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।