বর্ষা মৌসুমের শুরু থেকেই মানিকগঞ্জের বিভিন্ন স্থানে নদীভাঙন শুরু হয়েছে। কিছুদিন ধরে জেলার দৌলতপুর উপজেলার চরকাকাটারী, বাঘুটিয়া, ভারাঙ্গা, চরকাটারী, সাটুরিয়া উপজেলার তিল্লী, সনকা আয়নাপুর, সদরের বালিরটেক, চরবালিয়াবিলসহ বিভিন্ন এলাকায় এর তীব্রতা বেড়েছে। সংশ্লিষ্টরা জানান, পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতী, গাজীখালিসহ ১৪টি নদীবেষ্টিত জেলা মানিকগঞ্জ। প্রতি বছর বর্ষার শুরু ও শেষের দিকে ভাঙন আতঙ্কে দিন কাটে এসব অঞ্চলের নদীপাড়ের মানুষের। বর্ষা মৌসুমে ভাঙন শুরু হলে নদীপাড়ের বাসিন্দারা ঘরবাড়ি-বসতভিটা, ফসলি জমি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েন। স্থানীয়রা জানান, সাটুরিয়া উপজেলার সনকা, পশ্চিম চরতিল্লী, আয়নাপুর, মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক, চরবালিয়াবিলসহ বিভিন্ন স্থানে নদীর পানি বাড়ার সঙ্গে ভাঙন বেড়ে যায়। এ ছাড়াও হরিরামপুর উপজেলার আজিমনগর, কাঞ্চনপুর, সেলিমপুর, সুতালড়ি নদীভাঙন ঝুঁকিতে রয়েছে। দৌলতপুরের বাঘুটিয়া এলাকার মোতাহার হোসেন বলেন, বৈশাখ মাস থেকেই আমরা নদীপাড়ের মানুষ ভাঙন আতঙ্কে থাকি। তিনি আরও বলেন, আগুনে পুড়লেও কিছু থাকে। নদীতে ভাঙলে কিছুুই থাকে না। আমাদের বাড়ি দুবার নদীতে বিলীন হয়েছে। একসময় পূর্বপুরুষের অনেক জমি ছিল। তারা সম্মানি লোক ছিলেন। কিন্তু বাড়ি ভাঙনের পর লোকজন এখন তুচ্ছতাচ্ছিল্য করে। এখনই যদি নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে কাজে লাগবে। নদীতে স্রোত বেশি থাকলে ওই সময়ের কাজে কোনো সুফল আসে না। সরেজমিনে দেখা যায়, দৌলতপুর উপজেলার চরকালিয়াপুর, বাঘুটিয়া, ভারাঙ্গাসহ অনেক এলাকা নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, নদীপাড়ের ঝুঁকিপূর্ণ স্থানগুলোর ভাঙন রোধে বরাদ্দ চাওয়া হয়েছে। পাওয়া গেলে দ্রুত কাজ শুরু হবে। এ ছাড়া নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষামূলক প্রকল্প গ্রহণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। এ বিষয়ে কারিগরি কমিটি গঠন করা হয়েছে। চলমান কাজ সম্পন্ন ও প্রস্তাবিত প্রকল্প অনুমোদন হলে নদীভাঙনের হাত থেকে মানিকগঞ্জবাসী রক্ষা পাবে।
শিরোনাম
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০
- ফের দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
- ছাত্রদলের নতুন কর্মসূচি
- যৌন হয়রানি: শিক্ষকের শাস্তি না হওয়ায় নিজেকে জ্বালিয়ে দিলেন ছাত্রী
- সিনেমার প্রভাবে কেরালার স্কুলে আর নেই ব্যাকবেঞ্চার
- 'আর্থিক সংকটে' বন্ধ আল জাজিরা বলকানসের সম্প্রচার
- যশোরে যুবককে কুপিয়ে হত্যা
- পেন বাংলাদেশের নেতৃত্বে সামসাদ মোর্তুজা ও জাহানারা পারভীন
- দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে: মির্জা আব্বাস
- হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
- খুতবার সময় হামলা, খতিব শঙ্কামুক্ত, হামলাকারী জেলহাজতে
- দেড় মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত
- সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল-প্রশ্ন রুমিন ফারহানার
- ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
- আইনশৃঙ্খলার অবনতি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল
- ২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে নাম প্রত্যাহার মালাগার
- কুমিল্লায় চার মামলার আসামি গ্রেফতার
- ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইনামুল হাসান গ্রেফতার
- কলাপাড়ায় দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের, কৃষকরা পড়েছেন সংকটে
- জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে : আমীর খসরু
ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা
মো. কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর