শিক্ষাখাতে আসন্ন বাজেটের আট শতাংশ বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল বিকালে সদর উপজেলার তেঁতুলতলায় এ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, প্রচার প্রকাশনা সম্পাদক প্রদীপ কুমার, দপ্তর সম্পাদক আবির খান প্রমুখ। বক্তরা বলেন, এশিয়ার মধ্যে বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ সর্বনিম্ন।
সেই সঙ্গে রয়েছে চরম বৈষম্য। বক্তারা এসব বৈষম্য দূর করতে এ খাতে বাজেটের আট শতাংশ বরাদ্দের দাবি জানান।