জাপান সরকারের আর্থিক সহায়তায় পটুয়াখালীর কলাপাড়ায় অত্যাধুনিক দুটি সাইক্লোন শেল্টার নির্মাণ ও চারটি আধুনিকায়ন করা হয়েছে। ফলে প্রাকৃতিক দুর্যোগ হলে অন্তত ১০ হাজার মানুষ এখানে নিরাপদে আশ্রয় নিতে পারবেন। ‘গুড নেইবারস’ দুর্যোগের ঝুঁকি হ্রাসে এ প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পের সমাপনী উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে গত সোমবার কর্মশালা আয়োজন করা হয়। বক্তারা বলেন, সাইক্লোন শেল্টার না থাকায় যেসব এলাকায় প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ঘটত, এখন তারা নিরাপদ আশ্রয় নিতে পারবেন। কলাপাড়ায় আরও সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি জানান তারা।
গুড নেইবারস ২০২২ সালের নভেম্বরে সমুদ্র উপকূলীয় কলাপাড়ায় কাজ শুরু করে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনসাতলী ও কোমরপুর গ্রামে দুটি মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার ও ক্যাটেল শেল্টার নির্মাণ করেছে তারা। এ ছাড়া হাজীপুর, সদরপুর, মোয়াজ্জেমপুর ও নজিরপুর গ্রামের চারটি সাইক্লোন শেল্টার আধুনিকায়ন করা হয়েছে। এসব শেল্টারে নারী-পুরুষের আলাদা থাকার স্থান রয়েছে। আছে পর্যাপ্ত আলো, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং পশুর পৃথক শেড।