কক্সবাজার সমুদ্রসৈকত ও উপকূল রক্ষাকবচ এবং সৌন্দর্য বর্ধনকারী ঝাউবাগান বিলীন হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারের ঢেউয়ের তোড়ে উপড়ে পড়ছে এসব ঝাউগাছ। বন বিভাগ জানিয়েছে, ১০ দিনে ঢেউয়ের তোড়ে ভেসে গেছে ১০০টি ও উপড়ে গেছে ২০০ ঝাউগাছ। স্থায়ী বাঁধ না হলে ঝাউবাগান রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক। কক্সবাজার দক্ষিণ বন বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, কক্সবাজার সদর রেঞ্জের নাজিরারটেক থেকে শীলখালী পর্যন্ত ১৯৭২-৭৩ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত ৪৮৫ হেক্টর বালিয়াড়িতে ঝাউগাছের চারা রোপণ করা হয়। বর্তমানে সেখানে অর্ধেকের মতো ঝাউগাছ রয়েছে। এ ছাড়া ইনানী, হোয়াক্যং, শীলখালী ও টেকনাফ রেঞ্জের আওতাধীন ঝাউবাগান নিশ্চিহ্ন হওয়ার পথে। তবে হিমছড়ি থেকে নাজিরারটেক পর্যন্ত এলাকায় বিলীন হচ্ছে ঝাউবীথি। সূত্র আরও জানায়, ১৯৯১-৯২ সালে ১২ হেক্টর বালিয়াড়িতে প্রায় ৩০ হাজার চারা রোপণ করা হয়। ১৯৯৬-৯৭ সালে ১১৫ হেক্টর বালিয়াড়িতে রোপণ করা হয় ৩ লক্ষাধিক ঝাউচারা। ১৯৯৭-৯৮ সালে ৪০ হেক্টরে লক্ষাধিক চারা, ১৯৯৮-৯৯ সালে ৫ হেক্টরে সাড়ে ১২ হাজার চারা, ২০০২-০৩ সালে ৮ হেক্টরে ২০ হাজার চারা, ২০০৩-০৪ সালে ৮৭ হেক্টরে ২ লাখ ১৭ হাজার চারা ও ২০১০-১১ সালে ৫ হেক্টরে সাড়ে ১২ হাজার চারা রোপণ করা হয়। প্রতি হেক্টরে আড়াই হাজার করে প্রায় ৩০০ হেক্টরে সাড়ে ৭ লক্ষাধিক ঝাউগাছ রোপণ করা হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, জোয়ারের ঢেউয়ের ধাক্কায় ভাঙতে থাকে সৈকতের বালিয়াড়ি। সমুদ্রপৃষ্ঠের পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের ঢেউয়ের তোড়ে গোড়া থেকে বালি সরে যায়। এতে বিলীন হতে থাকে নয়নাভিরাম ঝাউবাগান। কক্সবাজার রেঞ্জের কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিংউ মারমা জানান, স্থায়ী বাঁধ না-থাকায় সমুদ্রসৈকতের কবিতা চত্বর হতে লাবণী পর্যন্ত সাগরপাড় এলাকায় ঝাউগাছ ও সাগরপাড় বিলীন হয়ে যাচ্ছে। স্থায়ী বাঁধ তৈরি না হলে ১-২ বছরের মধ্যে ১৫-২০ ফুট জায়গা বিলীন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, ‘জোয়ারের সময় ঢেউয়ের ধাক্কায় ঝাউগাছের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় বিলীন হতে থাকে ঝাউবাগান।
শিরোনাম
- রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
- গোপালগঞ্জের মরদেহগুলো প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা
- বিক্ষোভে উত্তাল ইবি ক্যাম্পাস
- সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে যুবক খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৩
- গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টা শিথিল
- শিরাজনিত শারীরিক সমস্যায় ভুগছেন ট্রাম্প
- হদিস নেই ৭০০ কারাবন্দির
- মেক্সিকো সীমান্তে নতুন দেয়ালের অনুমোদন, তোপের মুখে ট্রাম্প
- ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
- সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল
- এনসিপির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নীলা ইসরাফিল
- কেন ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে?
- ‘ডেথ সেলে’ অমানবিক জীবন কাটাচ্ছেন ইমরান খান, দাবি পিটিআইয়ের
- ফিলিস্তিনিদের ভেড়াগুলোকেও হত্যা করছে ইসরায়েলিরা
- হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি