মাদকদ্রব্য বহন করার অভিযোগে নীলফামারী জেলা কারাগারের কারারক্ষী সালমান শাহকে সাময়িক বরখাস্ত করে থানায় মামলা করা হয়েছে। কারাগারের জেলার ফারুক হোসেন মামলাটি করেন। এর আগে মঙ্গলবার ভোরে কারাগারের ভিতর থেকে আট গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন কারারক্ষীরা। কারারক্ষী সালমান শাহ গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া এলাকার মোবারক হোসেনের ছেলে। নীলফামারী জেলা কারাগারের জেলার ফারুক হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে কারাগারের ভিতরে সালমান শাহের শরীর তল্লাশি করা হয়। এ সময় আট গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মামলা করার পর তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। নীলফামারী থানার ওসি এম আর সাঈদ জানান, গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মোশাররফ হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।